বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি এম শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খানসহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশন (সিএফএফ)।
সংগঠনটি বাংলাদেশের একজন প্রতিনিধির মাধ্যমে এ অভিনন্দন বার্তা জানায়।
সিএফএফ-এর সেক্রেটারি জেনারেল পিটার ওসভ্যাথ তার অফিসিয়াল বার্তায় বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন ও কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশনের সঙ্গে আন্তর্জাতিক ফেন্সিংয়ের উন্নয়নে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, নতুন এ কমিটির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে এবং আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব।
বিডি-প্রতিদিন/শফিক