বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘বিসিবির নির্বাচন অক্টোবরে, গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।’ আজ বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালক পর্ষদের গুরুত্বপূর্ণ সভা শেষে এমনটাই জানানো হয়েছে।
এর আগে, গত ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এই বোর্ড সভায় নির্ধারিত হতে পারে নির্বাচনের তারিখ। নির্বাচনের তারিখ নিয়ে পাপন বুধবার জানালেন, ‘আমরা চাচ্ছি অক্টোবরে, মানে (টি-টোয়েন্টি) বিশ্বকাপ আছে সামনে। তার আগেই নির্বাচন শেষ করে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের (দায়িত্ব) চিন্তাও করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/শফিক