মেক্সিক্যান তরুণী বক্সার জেনেট জাকারিয়াস জাপাতা (১৮), তিনি মন্ট্রিয়েল রিং-য়ের বাউটে খেলতে নেমেছিলেন। সেখানে প্রতিপক্ষের বারংবার পাঞ্চ মাথায় আছড়ে পড়েছিল। সেই ধাক্কা আর সামলাতে পেরে রিংয়েই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে পাঁচদিন পরে গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বক্সিং ইভেন্টের আয়োজক গ্রুপে ইওভন মিচেল জানিয়েছেন, শনিবার রাতে ম্যারিপিয়ের হউলে যে বাউটে নেমেছিলেন ১৮ বছরের মেক্সিক্যান তরুণী, সেই লড়াইয়ে আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন জাপাতা। পরে পাঁচদিন পরে সেই চোট থেকেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।
বাউটে চতুর্থ রাউন্ডের শেষে জাপাতা সলিড আপার কাট হাঁকিয়েছিলেন। তারপরেই প্রতিপক্ষ একের পর এক পাওয়ার পাঞ্চ মারতে থাকেন জাপাতার মাথা লক্ষ্য করে। শেষে মারণ রাইটহুকে তার মাউথগার্ডও ছিটকে যায়। তারপরে রিং বাজলেও আর শরীর টেনে নিয়ে যেতে পারেননি। কর্ণারেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
তারপর সঙ্গেসঙ্গেই তার মেডিক্যাল টিম এবং সতীর্থরা তার সাহায্যার্থে এগিয়ে আসেন। আসেন পার্টনার এবং ট্রেনার জিওভান্নি মার্টিনেজ। তিনি বিপদ বুঝতে পেরেই জাপাতাকে রিংয়ে শুইয়ে দেন। মেডিক্যাল টিম তখনই তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক