দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। সফরকারীদের চার রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সাকিব আল-হাসানরা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এদিন মিরপুরে বাংলাদেশ করল ৬ উইকেটে ১৪১ রান। প্রথম ম্যাচে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ডের জন্য এই রান তাড়া করা ছিল চ্যালেঞ্জিং। ১৮ রানে ২ উইকেট হারানোর পর তা আরও কঠিন হয়ে উঠেছিল। কিন্তু টম ল্যাথাম হাল ধরলেন। এই উইকেটকিপার ব্যাটসম্যান একপ্রান্ত আগলে রেখে খেলা নিয়ে গেছেন শেষ পর্যন্ত। বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলার পথে। একদিকে প্রথম হাফ সেঞ্চুরি, তারপর এমন লড়াই- এতেই আনন্দ ল্যাথামের।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক বললেন, ‘শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারাটা ছিল দারুণ। আমার মনে হয় গত ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং জয়ের সুযোগ তৈরি করে শেষ ওভার পর্যন্ত খেলা ছিল অসাধারণ। আমি মনে করি, ভালো উইকেটে ভালো খেলা হবে এবং সেটাই হয়েছে।’
তবে যেমনটা চেয়েছিলেন, তেমনটা হয়নি বলে মত ল্যাথামের, ‘রাচিন (রবীন্দ্র) ভালো বোলিং করেছে, সত্যিই ভালো খেলেছে। আমরা সম্ভবত সেই জায়গায় ছিলাম না, যেখানে থাকতে চাই। কিন্তু ১৩০-১৪০ রান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর ছিল। আমি চেয়েছিলাম ব্যাট হাতে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্যদের আরেকটি আগ্রাসী খেলতে হতো। তবে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারায় আমি ছেলেদের নিয়ে গর্বিত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ