২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য দর্শকরা যেমন মুখিয়ে থাকে, তেমনই ক্রিকেটারদেরও কোনও অংশে উৎসাহ কম থাকে না। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার আগেই হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারত তাদের থেকে বেশি চাপে থাকবে।
বাবর আজম বলেন, আমার মনে হয় পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে বিশ্বকাপের ম্যাচের সময়। এসময় তিনি আরও বলেন, আমারা ভারতকে হারিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করব।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি। যা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে গেছে। দুই দল এর আগে, ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। শেষ সাক্ষাতে সহজ জয় এসেছিল ভারতের ঝুলিতে।
সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ খেলাটা বাবর আজমের কাছে ঘরের মাঠে খেলার মতো। এমনটাই বলছেন পাকিস্তানি অধিনায়ক। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে খেলা আমাদের কাছে ঘরের মাঠে খেলার মতোই হতে চলেছে। আমরা আমাদের ১০০ শতাংশ দিতে চাই।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২৪ অক্টোবর দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত