ভারত-ইংল্যান্ড সিরিজের ওভাল টেস্টের প্রথম দিন আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রুটদের বিরুদ্ধে লাল বলের লড়াই চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে বারবার কথার লড়াইয়ে জড়াতে দেখা গেছে। ফিল্ড আম্পায়াররা তখন এগিয়ে এসে ক্রিকেটারদের বাধা দিয়েছেন। তবে এবার আম্পায়ারের সঙ্গেই উষ্ণ বাক্য বিনিময় করতে দেখা গেল বিরাট কোহলিকে। নেপথ্যে কোন কারণ?
ইংল্যান্ডের প্রথম ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ পর ওপেনার হাসিব হামিদ ক্রিজ থেকে প্রায় ১ ফুট দূরে স্টান্স নিয়েছিলেন। যা দেখে ভারত অধিনায়ক আম্পায়ারকে ব্যাপারটি দেখতে বলেন। তবে আম্পায়ার হাসিবকে সতর্ক করেননি। কিন্তু লিডস টেস্টে এর ঠিক উল্টোটা হয়েছিল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে ক্রিজের বাইরে স্টান্স নেওয়ার জন্য সতর্ক করেন ফিল্ড আম্পায়ার। বদলাতে বলেন পন্থের স্টান্স।
পন্থকে লিডসে স্টান্স বদলাতে বললেও হাসিবকে ওভাল টেস্টে কিছু বলেননি আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং রিচার্ড ইলিংওয়ার্থ। কোহলি ঘটনাটি নিয়ে আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করলেও আম্পায়াররা পদক্ষেপ না নেওয়ায় বেশ বিরক্ত দেখায় তাকে। যদিও ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি হাসিব। জসপ্রীত বুমরার বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ওপেনার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত