ওভাল টেস্ট চলাকালীনই ভারতীয় কোচ রবি শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুণের করোনা রিপোর্ট পজিটিভ। কিন্তু সকল ভারতীয় ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে ছিল ভারতীয় ম্যানেজমেন্ট। তবে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টে নামার আগের দিনই ফের ভারতীয় শিবিরে করোনার হানা।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আজ বৃহস্পতিবার এক ভারতীয় সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই ভারতীয় শিবিরে আশঙ্কা। আপাতত সব অনুশীলন বন্ধ রাখার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের নিজেদের হোটেল রুমেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ