টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে শেষবারের মতো ভারতের অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। এই ম্যাচটিই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।
তবে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের অধিনায়কত্ব করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ভারতীয় দলের উত্তরসূরি হিসেবে যে রোহিত শর্মাকেই তার পছন্দ, সেটিও বুঝিয়ে দিলেন।
টসের পর কোহলি বলেন, আমরা আগে বল করব। টস বড় প্রভাব ফেলছে। দু’টি টস যখন জিতেছি, তখন প্রথম দিন থেকে যেটা করতে চেয়েছি, সেটাই করব। ভারতের অধিনায়কত্ব করা আমার কাছে গর্বের। নিজেদের সেরাটা দিয়েছি। ক্ষুদ্র সংস্করণ বাদ দিতেই হতো বড়কে প্রাধান্য দেওয়ার জন্য। পরের যুগ এবার দেশকে এগিয়ে নিয়ে যাবে। রোহিত রয়েছে, ভারতীয় ক্রিকেট যথেষ্ট ভাল হাতেই রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই