কেপটাউনের নিউল্যান্ডসে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলে বিরাট কোহলি এবার শচিন টেন্ডুলকারের বিরল একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন। যদিও ইনজুরির কারণে জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে না গেলে কেপটাউনের এই ম্যাচটিই হতো কোহলির ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ।
কোহলি এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মাত্রই অন্য আরেকটি মাইলফলকে পৌঁছান। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি মোট ৫০০ বার ব্যাট হাতে মাঠে নামলেন। ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ইনিংসে ২৯ রান করে আউট হন তিনি।
কোহলি ৯৯টি টেস্টে ব্যাট করেছেন মোট ১৬৮টি ইনিংসে। ২৫৪টি ওয়ানডে ম্যাচের ২৪৫টি ইনিংসে তিনি ব্যাট হাতে মাঠে নামেন। ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে ৮৭ বার। যার ফলে কোহলি এমন এক রেকর্ড গড়েন, যা শচিন টেন্ডুলকারসহ বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। উল্লেখ্য, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান সংগ্রহ করেন শচিন। এ হিসেবে কোহলি রয়েছেন সাত নম্বরে।
বর্তমানে কোহলির সংগ্রহে রয়েছে ২৩ হাজার ৩৫৮ রান।
বিডি-প্রতিদিন/শফিক