চট্টগ্রাম ওয়ারিয়রস টুর্নামেন্ট কমিটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ক্লাব প্রাঙ্গনে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও সাবেক ম্যানেজার শফিকুল হক হীরাকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, খুব শিগগিরই কক্সবাজার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মাস্টার্স কাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচিত হওয়ার পর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শফিকুল হক হীরা বড় পরিসরে বাংলাদেশ মাস্টার্স কাপ খুব জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত করার আশা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন