যে রাঁধে সে চুলও বাঁধে আলাপটা পুরনো। এখন নারী কেবল রাঁধা আর চুল বাঁধাতেই আটকে নেই। বিমান চালক থেকে ক্রিকেট মাঠ সব জায়গাতেই এখন নারীর অবাধ বিচরণ। পাকিস্তান নারী ক্রিকেট দলের কাপ্তান বিসমাহ মারুফের সন্তানের বয়স মাত্র ছয়। নারীদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচে সন্তান কোলে স্টেডিয়ামে ঢুকে তিনি সবার নজর কেড়েছিলেন। আলোচনার পাশাপাশি বাহবাও মিলেছিল বেশ।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী দিবসে বিসমাহ ঘটালেন আরেক কাণ্ড, ৬ মাসের কন্যার সামনেই অর্ধশত হাঁকালেন তিনি। দলের বিপর্যয়ের সময় ১২২ বলে খেললেন ৭৮ রানের একটা লড়াকু ইনিংস।
পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজকে নিয়ে বিসমাহ ৯৯ রানের জুটি গড়েন, দলকে খাদ থেকে টেনে তোলেন, দেন লড়াকু পুঁজি। যদিও ১৯০ রানের সেই পুঁজিতে শেষ রক্ষা হয়নি। ব্যাট হাতে অপরাজিত বিসমার দল সাত উইকেটে হেরেছে অজিদের কাছে।
বিডি প্রতিদিন/নাজমুল