চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল পিএসজি দল। এর মধ্যেই কিলিয়ান এমবাপ্পের পায়ের ওপর নিজের পা দিয়ে চাপা দেন ইদ্রিসা গুয়ে। মাটিতে লুটিয়ে পড়েন ফরাসি তারকা। খবর বের হয়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত প্যারিস সেইন্ট জার্মেই তারকা।
এমবাপ্পে ও গুয়ের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পিএসজি। এরপর থেকে বর্ণবাদী আক্রমণের স্বীকার হতে থাকেন সেনেগালের ফুটবলার গুয়ে। শুধু তিনিই নন, তার স্ত্রী পাওলোনিকে নিয়েও শুরু হয় বর্ণবাদী মন্তব্য। এরপর দু'জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জায়গা সীমিত করে দেন।
ওই চোটের পর থেকে পিএসজির মেডিকেল সদস্যদের পর্যবেক্ষণে আছেন এমবাপ্পে। করা হয়েছে বেশ কিছু পরীক্ষাও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার থাকার সম্ভাবনাই বেশি, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করত হবে মঙ্গলবার বিকেল অবধি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ