সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলবেন না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সে কথা জানান তিনি। সাকিব বলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য আমি ফিট নই।’
এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান এবং জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘সাকিব যদি খেলতে না চায়, বিসিবি ডোন্ট কেয়ার।’
আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘কেউ যদি খেলতে না চায় তার জন্য বাংলাদেশ দল বসে থাকবে এটা ভুল চিন্তা। ওকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ও তো আমাদের এমপ্লয়ি।’
তিনি বলেন, ‘আমি অন্য কারো মনের মধ্যে যেতে পারব না। আমি এখনো খেলতে চাই, আমার বয়স ৫১ হলেও মন চায় বাংলাদেশের হয়ে খেলি। জুনিয়র একটা ছেলেকে জোর করে খেলানো যায়। কিন্তু ৩৭ বছরের একজনকে জোর করতে পারবেন?’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ