২৮ মে, ২০২২ ০৯:৩৭

আইপিএলে এক মৌসুমে বাটলারের চতুর্থ শতরান

অনলাইন ডেস্ক

আইপিএলে এক মৌসুমে বাটলারের চতুর্থ শতরান

ফের শতরান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। এ বারের আইপিএলে চারটি শতরান হয়ে গেল তার। ২০১৬ সালে আইপিএলে চারটি শতরান ছিল বিরাট কোহলির। শুক্রবার রাতে তার দলের বিরুদ্ধেই চতুর্থ শতরান করলেন বাটলার। ছুঁলেন বিরাটকে।

শুক্রবার ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেন বাটলার। তার ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ছয়টি ছয় দিয়ে। এর আগে এ বারের আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে দু’টি এবং কলকাতার বিরুদ্ধে একটি শতরান করেছিলেন বাটলার। চতুর্থটি এল বেঙ্গালুরুর বিরুদ্ধে।

এ বারের আইপিএলে এখন পর্যন্ত বাটলারের সংগ্রহ ৮২৪ রান। ২০১৬ সালে বিরাট করেছিলেন ৯৭৩ রান। সেটাই আইপিএলে এক মৌসুমে সব থেকে বেশি রান। এই রেকর্ড ভাঙতে হলে বাটলারকে ফাইনালে ১৫০ রান করতে হবে। যে বিধ্বংসী মেজাজে তিনি রয়েছেন, তাতে গুজরাট টাইটান্সের বোলারদেরও সতর্ক থাকতে হবে।

চলতি আইপিএলে বিরাটের ব্যাটে যদিও রান ছিল না। ১৬ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩৪১ রান। গড় ২২.৭৩। মাত্র দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। সেই বিরাট মাঠে দাঁড়িয়ে থাকলেন। তার সামনেই ম্যাচ জেতানো শতরান করলেন বাটলার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর