ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট টস হেরে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন ব্যাটার এনামুল বিজয়, বাদ পড়েছেন সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক।২০১৪ সালে সেন্ট লুসিয়াতেই সবশেষ টেস্ট খেলেছিলেন বিজয়।
আর পেসার মোস্তাফিজকে দলের বাইরে রেখে মূল একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।
প্রথম টেস্টে সাত উইকেটে হারা টাইগারদের সামনে ড্যারেন স্যামি স্টেডিয়ামের এই ম্যাচ সিরিজ বাঁচানো ও মুখ রক্ষার লড়াই।
অধিনায়ক সাকিবের সাদা পোশাকের এবারের প্রথম অ্যাসাইমেন্টটা ভালো হয়নি। কেবল সাকিব ছাড়া এন্টিগা টেস্টে আর কেউ লড়াই পর্যন্ত করতে পারেননি। তবে ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর প্রেরণাই আছে মূল ভরসা হয়ে।
বিডি প্রতিদিন/নাজমুল