৩৭ মিনিটে মেসির থ্রু পাস থেকে গোল করেন নেইমার। আর সেই গোলেই টানা ১৬ ম্যাচে গোল করা বা অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার হওয়ার রেকর্ড গড়লেন নেইমার জুনিয়র। পেছনে ফেললেন মেসি ও রোনালদোকে।
নেইমারের সেই রেকর্ড গড়া গোলে তুলুজের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে। আসরে পাঁচ ম্যাচে নেইমারের গোল হলো ৭টি।
এই ম্যাচে নেইমার ও এমবাপ্পে দু’জনকে দিয়েই গোল করিয়েছেন মেসি। মেসির চমৎকার থ্রু বল ধরে এবার জাল খুঁজে নেন নেইমার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে অনেকটা সময় নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে ব্যবধান বাড়ান এমবাপে। যেখানে বড় অবদান মেসিরই। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে পাশেই থাকা এমবাপেকে পাস দেন তিনি। ডান পায়ের শটে সহজেই বাকিটা সারেন ফরাসি ফরোয়ার্ড।
বিডি প্রতিদিন/নাজমুল