আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি সিরিজ খেলতে গিয়ে টানা তিন হারের পর পয়েন্টের দেখা পেল বাংলাদেশ লিজেন্ডস দল। বাংলাদেশের সাবেক তারকাদের এ বৃত্ত থেকে বের করে আনলো বৃষ্টি। প্রকৃতির উপহারে পয়েন্টের খাতা খুললো মোহাম্মদ শরীফের দল।
রবিবার রাতে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।
আর এক ওভার বেশি খেলা হলেই অবশ্য বৃষ্টি আইনে হারতে হতো বাংলাদেশকে। যথাসময়ে নেমে আসা বৃষ্টি বাংলাদেশকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। যা মূলত নিয়মরক্ষার ম্যাচ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ