আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সফল অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকাল ৯টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন নারী দলের ক্রিকেটাররা।
দেশে ফিরে খুব একটা বিশ্রামেরও সময় পাবেন না নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা। কেননা মাত্র তিনদিন পরই ঘরের মাঠে শুরু হতে চলেছে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।
বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
সেই সাফল্যের সুখস্মৃতি নিয়ে এবার এশিয়া কাপ শুরু করবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ