আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ‘করতে না চাওয়া’ একটি রেকর্ড করে ফেললেন রোহিত শর্মা। তিনি টপকে গেলেন কেভিন ও’ব্রায়নকে। নিশ্চিতভাবেই এই রেকর্ড করতে চাননি রোহিত।
টি-টোয়েন্টিতে সব থেকে বেশিবার এক অঙ্কের রানে, অর্থাৎ শূন্য থেকে ৯ রানের মধ্যে আউট হওয়ার রেকর্ড করলেন তিনি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে রোহিত দ্বিতীয় বলে আউট হন। কোনো রান করতে পারেননি তিনি।
এই নিয়ে টি-টোয়েন্টিতে মোট ৪৩ বার এক অঙ্কের রানে আউট হলেন রোহিত। এই তালিকায় ভারত অধিনায়ক গত রবিবার স্পর্শ করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনকে। রবিবার দ্বিতীয় ম্যাচেও রোহিত কোনো রান করতে পারেননি। মঙ্গলবার কেভিন ও’ব্রায়েনকে টপকে এককভাবে শীর্ষে চলে এলেন তিনি।
এই তালিকায় রোহিত, কেভিন ও’ব্রায়েনের পরে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (৪০), আফগানিস্তানের মোহাম্মদ নবী (৩৯) ও পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৭)।
বিডি প্রতিদিন/এমআই