৬ অক্টোবর, ২০২২ ১৩:৫৬

রেজাল্ট তো আমাদের হাতে নেই: মিরাজ

অনলাইন ডেস্ক

রেজাল্ট তো আমাদের হাতে নেই: মিরাজ

ভিডিও বার্তায় মেহেদী মিরাজ।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল। সেখানেই অনুশীলন আর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে ২ অক্টোবর থেকে।

এই সিরিজে নিজেদের শক্ত প্রতিপক্ষ ভাবছে না বাংলাদেশ। কেবল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই উপহার দিতে চায় টাইগাররা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহানও সাফ করেই বলেছেন, তারা কেবল চেষ্টা করবেন। রেজাল্ট বা ম্যাচের ফলাফল নিয়ে ভাবছে না তার দল।

ম্যাচের আগের দিন দেওয়া বিসিবির ভিডিওয়া বার্তায় দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী মিরাজের কণ্ঠেও সোহানের সুর। তিনিও বললেন, তারা চেষ্টা করবেন তবে রেজাল্ট তাদের হাতে নেই।

তবে মিরাজের এই কথা অনেকটা হতাশার সুরই বয়ে বেড়াচ্ছে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বিসিবি এক বছর সময় পেলেও এবারও কোনো গোছানো দল পাঠাতে পারছে না টি-টোয়েন্টি বিশ্বকাপে। ত্রিদেশীয় সিরিজেও তার প্রতিফলন, যথেষ্ট আত্মবিশ্বাসহীন অবস্থাতেই মাঠে নামছে মিরাজ-সোহানরা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর