টটেনহ্যামের বিপক্ষের ম্যাচে খেলার শেষ বাঁশি বাজার আগেই টানেল দিয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এমন আচরণ ভালো নেয়নি দল। পরের ম্যাচে একাদশ থেকেই বাদ পড়েছেন।
এবার রেড ডেভিলদের বর্তমান কোচ জানালেন ওই ম্যাচে ‘বদলি’ খেলোয়াড় হিসেবে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন সিআর সেভেন। আর সেই আচরণের পরিণতিতেই পরবর্তী ম্যাচে রোনালদোকে দলে রাখা হয়নি।
চলতি মৌসুমটা অনেকটা বেঞ্চে বসেই কাটাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের সাথে তার সম্পর্কটাও খুব একটা ভালো যাচ্ছে না। টেন হাগের এই বসিয়ে রাখার সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারছেন না রোনালদো।
শনিবারের চেলসির বিপক্ষে স্কোয়াডে রোনালদোর না থাকা নিয়ে টেন হাগ বলেন, ‘রোনালদো ও আমার মধ্যে কী ঘটেছে, ক্লাবের বিবৃতিতে তা পরিষ্কার, আমি মনে করি।’
তিনি আরও জানালেন দল থেকে বাদ দিলেও চেলসির বিপক্ষে রোনালদোকে মিস করবেন। দলের জন্যও এটা ভালো কিছু নয়। তবে তার দাবি, দলীয় শৃঙ্খলা রক্ষায় মাঝে মাঝে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল