বিবর্ণ শুরুর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরেছেন মোহাম্মদ সালাহ। সেই ধারাবাহিকতায় এবার জোড়া গোল পেলেন এই মিশরীয় ফুটবলার।
সালাহর দাপটেই টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
সালাহর জোড়া গোলে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যাওয়া টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে কেইনের গোলে লড়াইয়ে ফেরে।
এবারের লিগে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিভারপুল। টানা দুই হারের পর তারা জয়ের দেখা পেল। অন্যদিকে, টটেনহ্যাম আসরে ভালো শুরুর পর শেষ চার ম্যাচে এই নিয়ে তিনটিতে হারল।
১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।
বিডি প্রতিদিন/নাজমুল