ওপেনিং থেকে বাবর আজমের সরে গিয়ে মোহাম্মদ হারিসকে জায়গা করে দেওয়া উচিত। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এই পরামর্শ দিয়েছেন। তার মতে- এটা হলে পাকিস্তানের টপ অর্ডার শক্তিশালী হবে।
আগামী বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠ নামবে পাকিস্তান।
চলমান বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গিয়েছিল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী পাকিস্তানের। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে সেমিফাইনালের সুযোগ পেয়ে গেছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের র্যাঙ্কে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম শীর্ষে থাকলেও চলমান টি-টোয়েন্টির কোনো ম্যাচেই দুই খেলোয়াড়ের কেউই ফিফটি করতে সমর্থ হয়নি। রিজওয়ান এক বলে এক রান রেটে স্কোর করলেও বাবর আজমের স্টাইক রেট ৬১ দশমিক ৯০।
পাকিস্তানের স্থানীয় সামা টেলিভিশনের এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, ‘বাবর আজমের উচিত পরামর্শ শোনা। তার উচিত তিন নম্বরে ব্যাট করা। তার জায়গায় মোহাম্মদ হারিসকে ব্যবহার করা উচিত। মিডল অর্ডার ইফতিখার আহমেদ এবং শান মাসুদের মতো টর্প অর্ডাদের আগ্রাসি খেলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল