চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে কোন দল কার মুখোমুখী হচ্ছে, তা নির্ধারণ হয়ে যাচ্ছে আজ।
গত আসরের দুই ফাইনালিস্টের এবার দেখা হয়ে যাবে নকআউট পর্বের প্রথম ধাপেই। শেষ ষোলোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল। প্যারিস জায়ান্টা পিএসজি খেলবে জার্মাান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০২২-২৩ আসরের ড্র অনুষ্ঠিত হয়।
শেষ ষোলোয় যে যার মুখোমুখি:
লাইপজিগ-ম্যানচেস্টার সিটি
ক্লাব ব্রুজ-বেনফিকা
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
এসি মিলান-টটেনহ্যাম হটস্পার
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-নাপোলি
বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি
ইন্টার মিলান-পোর্তো
পিএসজি-বায়ার্ন মিউনিখ
বিডি প্রতিদিন/নাজমুল