মনে হতে পারে বিরাট কোহলির পক্ষে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে না। তবে ব্রেট লি’র ধারণা, খুব কঠিনও নয় কাজটা। বিরাট কোহলি কীভাবে শচীন টেন্ডুলকারের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন, নিজের ধারণার স্বপক্ষে সহজ ভাষায় যুক্তি দিলেন প্রাক্তন অজি স্পিড স্টার।
নিজের ইউটিউব চ্যানেলে কোহলিকে নিয়ে ব্রেট লি বলেন, “শুধু পরিসংখ্যানের কথাই ধরি, সংখ্যা বলছে তোমার নামের পাশে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। যে রকম পরিশ্রম করো এবং তোমার যা ফিটনেস, তাতে তিন ফরম্যাটে অনায়াসে ৩-৪ বছর খেলতে পারো। যদি গড়ে হিসাব করা হয়, তবে বছরে ১০টি করে সেঞ্চুরি দরকার লক্ষ্যে পৌঁছতে।”
ব্রেট লি কোহলিকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করার পথে এও জানান যে, ভারত আগামী বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপও জিততে পারে।
তিন ফরম্যাট মিলিয়ে ইতোমধ্যেই ৭১টি শতরান করা কোহলিই যে শচীনের ১০০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙতে পারেন, এমন ধারণা পোষণ করেন বেশিরভাগ বিশেষজ্ঞই। তবে গত ২ বছরের কোহলির ব্যাটে সেঞ্চুরির খরার দিকে তাকালে কাজটা নিতান্ত সহজ হবে না বলে মনে হওয়াই স্বাভাবিক। অবশেষে এশিয়া কাপের মঞ্চে বিরাট সেঞ্চুরির খরা কাটিয়ে ওঠার পরে পুরনো আলোচনাটা নতুন করে উঁকি দিকে শুরু করেছে।
বিরাট কোহলি এখনও পর্যন্ত ১০২টি টেস্টে ২৭টি সেঞ্চুরি করেছেন। ২৬২টি ওয়ান ডে ম্যাচ খেলে শতরানের গণ্ডি টপকেছেন ৪৩ বার। ১১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে তিনি একবার মাত্র তিন অংকের গণ্ডি পার করেছেন।
বিডি প্রতিদিন/কালাম