ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের শেষ বিকেলের ঝলকে ৩১৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। এতে ৮৭ রানে পিছিয়ে থেকে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে টাইগাররা।
এর আগে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তের জুটিতে একসময় মনে হচ্ছিল লিডটা বুঝি দুইশতেই নিয়ে যাবে ভারত। কিন্তু সেটা হতে দিলেন না টাইগার স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ পান্তকে ফেরানোর পর বদলে যায় খেলার দৃশ্যপট।
শেষ বিকেলে একের পর এক দ্রুত উইকেট নিয়ে ভারতকে ৩১৪ রানেই বেঁধে ফেলেছেন টাইগার দলপতি সাকিব।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ভারত করেছে ৩১৪ রান।
ভারতের পক্ষে ঋসভ পান্ত ৯৩, শ্রেয়াস আইয়ার ৮৭, পূজারা-বিরাট কোহলি ২৪ রান করে করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে সাকিব ও তাইজুল ৪টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/বাজিত