ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরেছে টাইগাররা। ভারতকে ৩১৪ রানে থামিয়েছেন তাইজুল, তাসকিনরা। দুজন ৪টি করে উইকেট নিয়ে লিড নাগালের বাইরে যেতে দেননি।
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কোনও উইকেট না হারিয়ে ৭ রানে দ্বিতীয় দিন শেষ করেন শান্ত ও জাকির। ভারতকে লিড দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিনে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে এলবির শিকার হয়ে শান্ত ফেরেন ৩১ বলে ৫ রান করে। প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন টাইগার এই ওপেনার।
৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ ব্যাট করছে ১৩ রানে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ