মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগেরদিনের ৭ রানের সঙ্গে ১৯ রান যোগ করতেই প্রথম দুই উইকেট হারায় টাইগাররা। জাকির হোসেনকে নিয়ে কিছুটা ধীরগতিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলীয় রান পঞ্চাশ পেরোতে সাজঘরে ফেরেন টাইগার দলপতিও।
ভারতকে লিড দেওয়ার লক্ষ্যে ব্যাট হাতে মেনে তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে এলবির শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফেরেন ৩১ বলে ৫ রান করে। এরপর মাঠে নামেন প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা মুমিনুল। তবে এবার মাত্র ৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপরই মাঠে নামের টাইগার অধিনায়ক সাকিব।
তবে আগের ইনিংসের মতোই এ ইনিংসেও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। জয়দেব উনাদকাটের স্লোয়ার বল সামনে এসে খেলতে গিয়ে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক। ১৩ রান করে সাজঘরে ফেরেন সাকিব।
অভিজ্ঞ মুশফিকুর রহিমের রান খরা কাটেনি ভারতের বিপক্ষে মিরপুর টেস্টেও। ১৯ বলে ৯ রান করে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।
বাকিদের আসা-যাওয়ার মিছিলে অবশ্য ব্যতিক্রম জাকির হাসান। এখন অবধি এই ব্যাটারের শট সিলেকশন, বল ছাড়া ও শট খেলার ধরন দারুণ। মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৯৬ বলে ৩৭ রান করেছেন তিনি। তার সঙ্গে অপরাজিত থাকা লিটন দাস ৭ বলে করেছেন ০ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ