ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। আগে থেকেই এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তাকে ধরে রাখে দিল্লি ক্যাপিটালস।
নিলাম থেকে বাংলাদেশের দুই ক্রিকেটার বিক্রি হয়েছেন। সাকিব আল হাসান ও লিটন দাস দুজনকেই নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে লিটনকে কেনে কেকেআর। সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিটন দাসের আইপিএল খেলা নিশ্চিত হয়।
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে লিটন বলেছেন, ‘ওরকম কোনো কিছু না। এখনও দেরি আছে, অনেক দূরে। আগে যাই, তারপর অনুভূতি হবে।’
এখনও পর্যন্ত ১৬০ টি-টোয়েন্টি খেলে ১৯ ফিফটিতে লিটনের রান ২৩.১০ গড়ে ৩ হাজার ৪৪৩। স্ট্রাইক রেট ১২৩.৯০, সর্বোচ্চ ইনিংস ৭৮ রানের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ