চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংস থেকেই মাঠে বিবাদে জড়িয়েছেন মোহাম্মদ সিরাজ ও লিটন দাস। ঢাকা টেস্টের তৃতীয় দিনেও লিটনকে আউট করে বাড়তি উদযাপন করতে দেখা যায় ভারতীয় ফাস্টবোলার সিরাজকে। এই পেসার অবশ্য বলছেন অন্যকথা।
ম্যাচ শেষে সিরাজ বলেছেন, সেটি ছিল দর্শকদের উদ্দেশ্যে, ‘দর্শকেরা চিৎকার করছিল, এ কারণেই। তারা কিছু একটা বলছিল, তাই তাদের দিকে এমন করেছি। ’
লিটন দাসের সঙ্গে সিরিজজুড়ে কয়েকবারই বিবাদে জড়িয়েছেন সিরাজ। যদিও তিনি বলছেন, বাংলাদেশি ব্যাটারের সঙ্গে তার কোনো ধরনের লড়াই নেই, ‘লিটনের সঙ্গে কিছুই নেই। এটা তো ভদ্রলোকের খেলা। আর এত ভাবার কিছুও নেই। পেস বোলাররা একটু কথা বলবেই, ব্যাটারদের মনোযোগ সরাতে চাইবে। এমন ব্যাপার থাকবেই। এটাই মজা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ