ঢাকা টেস্টের চতুর্থ দিনে ভারতের দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের ছয় উইকেট। দিনের শুরুটা দুর্দান্ত হলো টাইগারদের। সাকিব আল হাসানের হাত ধরে আসলো সাফল্য। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ভারতের নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাট।
প্রথম ওভারেও ফিরতে পারতেন উনাদকাট। মিরাজের বল তার প্যাডে আঘাত করেছিল। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না আসায় রিভিউ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। তবে পথের কাঁটা দূর করতে সাকিব সময় নেননি।
নিজের প্রথম ওভারেই উনাদকাটকে ড্রেসিংরুমের পথ দেখান। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ফল পাল্টায়নি।
৫৬ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। জয় থেকে তারা ৮৯ রানে দূরে। বাংলাদেশের প্রয়োজন আরও ৫ উইকেট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ