কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপ খোয়াতে হয় ফ্রান্সকে। এই হারের পরও আর্জেন্টিনার লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। মূলত এর পেছনে দু’টি কারণ ছিলো।
ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড মতে প্রথমত, মেসির আজীবনের লালিত স্বপ্ন পূরণ হওয়া। দ্বিতীয়ত, একজন খেলোয়াড় হিসেবে আরেকজন খেলোয়াড়ের প্রতি ন্যায্য ও বিনয়ী আচরণ করা অর্থাৎ স্পোর্টসম্যানশিপ দেখানো। বুধবা রাতে স্ট্রসবার্গের বিপক্ষে পিএসজির জয়ের পর বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে।
এদিকে, বিশ্বকাপের বিরতি দিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের স্থগিত থাকা মৌসুম। যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল খেলার জন্য সতীর্থ মেসির অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন এমবাপ্পে। বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নেমে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। যে ম্যাচে গোল করেছেন এমবাপ্পে।
বিডি-প্রতিদিন/শফিক