কাতার বিশ্বকাপে গত ১৮ ডিসেম্বর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে আর্জেন্টিনা। খেলা শেষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কানে কিছু কথা বলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এতদিন পরে সে বিষয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরে বিষয়টি পরিষ্কার করেছেন ফরাসি এই তারকা। এমবাপ্পে বলেন, ‘আমি সেদিন মেসিকে অভিনন্দন জানিয়েছিলাম। জয় পাওয়াটা মেসির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যদিও সেটি আমার জন্যও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি হেরে গেছি। আর হার শেষে বিপক্ষ দলকে অভিনন্দন জানানোর সক্ষমতা থাকা উচিত। আমি শুধু এই বিষয়েই সেদিন কথা বলেছিলাম।’
কাতার বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরেছেন নেইমার-এমবাপ্পেরা। তবে ক্লাবটির আরেক তারকা লিওনেল মেসি এখনও ফেরেনি। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাবটিতে যোগ দিতে পারেন মেসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ