আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসের মেয়েরা। এরই মাধ্যমে নারী ফুটবল লিগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।
জয়সূচক গোল দুটি করেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। অপরাজিত থেকেই লিগ জয়ের উদযাপনে মাতে কিংসের মেয়েরা।
গত দুই আসরেও লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান। জিতেছিল নিজেদের সবগুলো ম্যাচ। লিগ জেতার পথে দুই দলেরই দরকার ছিল জয়। সে লক্ষ্যে কিংসকে কঠিন পরীক্ষায় ফেলে দেয় এআরবিসি।
কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কিংসকে আটকে রাখে বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসের মেয়েরা।
বিডি প্রতিদিন/নাজমুল