নেদারল্যান্ডসের তারকা মেম্ফিস ডিপায়ে বার্সেলোনা ছেড়ে প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। মোট ৪ মিলিয়ন ইউরোতে আড়াই বছরের চুক্তি লস রোজিব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছেন তিনি।
অবশ্য এই ঘোষণা দেওয়ার আগেই বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের অনুশীলনে দেখা গিয়েছিল মেম্ফিসকে। শুক্রবার ঘোষণা আসে আনুষ্ঠানিকভাবে। স্থানীয় সময় এদিন সন্ধ্যায় অ্যাটলেটিকোর মাঠে হবে মেম্ফিসের প্রেজেনটেশন।
জানা যায়, চুক্তি হয়েছে ৩ মিলিয়ন ইউরোর। সঙ্গে ১ মিলিয়ন আছে ভেরিয়েবল হিসেবে।বার্সেলোনায় যোগ দেওয়ার পর গেল ১৮ মাসে ডাচ এই তারকা ৪২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৪টি। অ্যাসিস্ট করেছেন ২টি। জাভি দায়িত্ব নেওয়ার পর থেকে মেম্ফিস ছিলেন উপেক্ষিত। খেলেছেন মাত্র ২০৬ মিনিট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ