৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৩৫

পাঁচ ইনিংসেই বাবাকে ছাড়িয়ে গেলেন তেজনারাইন চন্দরপল

অনলাইন ডেস্ক

পাঁচ ইনিংসেই বাবাকে ছাড়িয়ে গেলেন তেজনারাইন চন্দরপল

তেজনারায়ণ চন্দরপল

২১ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ার শেষে ২০১৫ সালে টেস্টকে বিদায় বলেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। তার ইচ্ছা ছিল একদিন ছেলের সঙ্গে জাতীয় দলে খেলবেন। তবে সেটা কখনোই পূরণ হয়নি। চন্দরপল অবসর নেওয়ার ৭ বছরের মাথায় টেস্ট দলে সুযোগ পান ছেলে তেজনারায়ণ চন্দরপল।

বাবার মতো তিনিও বাঁহাতি, ব্যাটিং স্ট্যান্সও প্রায় একইরকম। অভিষেক হয়েছে কেবল গত বছরই। তবে বাবাকে ছাড়িয়ে যেতে মাত্র পাঁচ ইনিংস খরচ করলেন এই ওপেনার। ১৬৪ টেস্টের ক্যারিয়ারে চন্দরপলের সেরা ইনিংস ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০৩ রান। বাংলাদেশের বিপক্ষেও ঠিক একই রানে অপরাজিত ছিলেন তিনি।

কিন্তু সোমবার বাবার ক্যারিয়ার সেরা ইনিংসকে ছাপিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০৭ রানের নান্দনিক ইনিংস খেলেছেন তেজনারায়ণ। ৪৬৭ বলে ১৬ চার ও ৩ ছক্কার মাধ্যমে ইনিংসটি সাজান তিনি। নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেন বাঁহাতি এই ওপেনার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর