৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩১

বড় শাস্তি হতে পারে ম্যানসিটির

অনলাইন ডেস্ক

বড় শাস্তি হতে পারে ম্যানসিটির

চার বছরের আনুষ্ঠানিক তদন্ত শেষে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) ভঙ্গের অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে অনিয়মগুলো করেছে ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ম্যানসিটির অভিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পয়েন্ট কাটা, জরিমানার সঙ্গে লিগ থেকেও তাদের অবনমন হতে পারে। তা যদি হয় সিটির জন্য হবে বড় এক ধাক্কা।

তদন্ত শুরু হওয়ার পর থেকে সিটির বিরুদ্ধে অসহোযোগিতার অভিযোগও আনা হয়েছে। সিটি তাদের আর্থিক অবস্থানের স্বচ্ছতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং খেলোয়াড় এবং ম্যানেজারের ভাতার পূর্ণ বিবরণ দিতে ব্যর্থ হয়েছে।

২০০৮ সালে আবুধবি ইউনাইটেড গ্রুপ সিটির মালিকানা নেওয়ার পর গত আসরে ষষ্ঠবারের মতো তারা ইপিএলের শিরোপা জেতে। বর্তমানে ক্লাবটির স্কোয়াডের মূল্য এল বিলিয়ন ডলারেরও বেশি।

প্রিমিয়ার লিগের বিচারিক প্যানেলের সভাপতি মুরারি রোজেনের নিয়োগকৃত একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে চার বছর ধরে এই তদন্ত করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর