সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্তদের পুনর্বাসন সেবা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)।
মঙ্গলবার সিআরপি-এর মিরপুর কেন্দ্রে সিআরপি এবং সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের যৌথ উদ্যোগে ‘স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জীবনে পুনর্বাসন সেবার গুরুত্ব এবং তাদের অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক জাতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
ইকুইটেবল অ্যান্ড ইনক্লুশন হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটিশন ফর পারসন্স উইথ ডিজএবিলিটি (ইআইএইচআরপিডি) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন স্বাগত জানান এবং স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে পুনর্বাসন সেবার তাৎপর্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এনসিডিসি (নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) প্রফেসর ড. সৈয়দ জাকির হোসেন বলেন, স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রতি কোন করুণা নয় বরং তার অধিকার। এই স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত কল্পে অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যত অংশীদারিত্ব, অভিজ্ঞতা বিনিময় ও যৌথ পরিকল্পনার তৈরি করতে হবে।
আলোচনা সভায় দেশের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর, বিভাগীয় পরিচালক ঢাকা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ডেপুটি ডাইরেক্টর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং রেজিস্টার বিআরসি, বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ), ইন্টারন্যাশনাল সোসাইটি ফর প্রন্থেটিক্স অ্যান্ড অর্থটিক্স (আইএসপিও) বাংলাদেশ, স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিডাব), স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সোসাইটি (এস এস এল টি), এবং সিআরপি’র পুনর্বাসন সেবার সাথে যুক্ত বিভিন্ন বিভাগের প্রতিনিধিগণ।
সভায় স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, অংশীজনদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কাঠামো গড়ে তোলা এবং সেই সাথে স্বাস্থ্য পেশাজীবীদের চাকরিতে উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনবিষয়ক বিদ্যমান নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের প্রোগ্রাম অফিসার।
বিডি প্রতিদিন/আরাফাত