ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। আজ মঙ্গলবার ভোরে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে চট্টগ্রামগামী বাসটি চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বাসের দুইজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ফায়ার সার্ভিসের মীরসরাই স্টেশনের দলনেতা হায়াতুন্নবী জানান, একটি যাত্রী বাসের ভেতরে আটকে পড়েছিলেন। অনেক চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করা হয়, তবে তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি, বাসের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাসটি হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/মুসা