কোপা আমেরিকার নারী বিভাগে জমজমাট সেমিফাইনালে রোমাঞ্চের পারদ ছুঁয়েছিল সবার প্রত্যাশার চেয়েও বেশি।
সোমবার (২৯ জুলাই) রাতে ইকুয়েডরের কুইটোতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছে কলম্বিয়া নারী ফুটবল দল। শক্তিশালী আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। একইসঙ্গে নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। শুরু থেকেই দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না কলম্বিয়া। তবে ভাগ্য নির্ধারণী মুহূর্তে জ্বলে ওঠেন তাদের গোলরক্ষক ক্যাথরিন তাইপে। টাইব্রেকারে আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দেন তিনি, যা কলম্বিয়ার জয়ের পথ প্রশস্ত করে দেয়।
শুটআউটের উত্তেজনা তখন তুঙ্গে। কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট পোস্টে লেগে ফিরে এলেও ভুল করেননি দলের ষষ্ঠ শট নেওয়া ওয়েন্ডি বোনল্লিয়া। এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে উল্লাসে ফেটে পড়ে কলম্বিয়ান শিবির।
এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও এবারের চমক উরুগুয়ে। ২০২২ সালে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, ইকুয়েডরের কুইটো শহরে।
বিডি প্রতিদিন/মুসা