শেষ টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরছে ৮-০ ব্যবধানের জয়ের অনন্য সাফল্য নিয়ে।
সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৭৩ রানে। জবাবে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। তবে কার্যকর কয়েকটি ইনিংস দলকে লক্ষ্যে পৌঁছে দেয় তিন ওভার বাকি রেখেই।
টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারাতে পারবেন বলে বিশ্বাস ছিল না অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের। তবে এমন অর্জনে দারুণ খুশি মার্শ। তিনি জানান, ‘সিরিজ শুরুর সময় ৫-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা করিনি। তবে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমরা জানতাম, এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল ওয়েস্ট ইন্ডিজে একেবারে ক্লিন সুইপ করতে পারেনি। আমাদের অনেক খেলোয়াড় এসেছে এবং বিভিন্ন ভূমিকা পালন করেছে। আমরা সিরিজ শুরুর আগেই দল হিসেবে নমনীয়তা ও পরিবর্তনের ব্যাপারে কথা বলেছিলাম।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দায় চাপিয়েছেন ব্যাটারদের ওপর। তিনি বলেন, আমরা পুরো সিরিজে কখনোই নিখুঁত ব্যাটিং পারফরম্যান্স দিতে পারিনি। কখনো শুরুটা ভালো হয়েছে, কিন্তু শেষটা খারাপ। অথবা উল্টোটা। এত ভালো একটি দলের বিপক্ষে এমন করলে পার পাওয়া যায় না। আর বল হাতে আমরা নিজেদের কোনো সুযোগই দিতে পারিনি। কারণ রানই ছিল না বোর্ডে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৭০ (কিং ১১, হোপ ৯, কার্টি ১, রাদারফোর্ড ৩৫, হেটমায়ার ৫২, হোল্ডার ২০, শেফার্ড ৮, ফোর্ড ১৫, জোসেফ ৩, আকিল ১১, ব্লেডস ১*; হার্ডি ৪-০-৩৯-১, ডোয়ার্শিস ৪-০-৪১-৩, অ্যাবট ৪-০-৩০-১, এলিস ৩.৪-০-৩২-২, ম্যাক্সওয়েল ১-০-৬-১, জ্যাম্পা ৩-০-২০-১)।
অস্ট্রেলিয়া: ১৭ ওভারে ১৭৩/৭ (মার্শ ১৪, ম্যাক্সওয়েল ০, ইংলিস ১০, গ্রিন ৩২, ডেভিড ৩০, ওয়েন ৩৭, হার্ডি ২৮*, ডোয়ার্শিস ৯, অ্যাবট ৫*; ব্লেডস ৩-০-৩৮-০, হোল্ডার ৩-০-৩৬-২, জোসেফ ২.১-০-২১-২, ফোর্ড ৩-০-৩৫-০, শেফার্ড ১.৫-০-২৬-০. আকিল ৪-০-১৭-৩)।
ফল: অস্ট্রেলিয়া উইকেটে ৩ জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: বেন ডোয়ার্শিস।
ম্যান অব দা সিরিজ: ক্যামেরন গ্রিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ