১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৩৫

ভারতের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সক্ষমতা আইসিসির নেই, বললেন আফ্রিদি

অনলাইন ডেস্ক

ভারতের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সক্ষমতা আইসিসির নেই, বললেন আফ্রিদি

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব জয় শাহ’র এমন ঘোষণার পরই থেকে মুখোমুখি অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারত।

দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও চলছে কথা কাটাকাটি। এই আলোচনায় যোগ দিয়েছেন অনেক সাবেক ক্রিকেটারও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও তাদের একজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই যে, আদৌ ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসবে কিনা। আর আমরাই ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবো কিনা। কিন্তু কিছু বিষয়ে আমাদের একটা অবস্থান থাকা জরুরি। আইসিসিরি জন্যও এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের সামনে এগিয়ে আসা উচিৎ। আমার মনে হয় আইসিসিরও বিসিসিআইর বিপক্ষে গিয়ে কিছু করার সক্ষমতা নেই।’

তবে ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলার পক্ষেই মত দিয়েছেন আফ্রিদি। তার মতে বর্তমান অর্থনৈতিক অবস্থায় পাকিস্তানের আবেগের বর্শবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর