পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লিওনেল মেসি- কয়েকদিন ধরেই চলছিল এমন গুঞ্জন। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি।
সম্প্রতি কাতালুনিয়া সফরে এসেছিলেন মেসির বাবা। অন্য কাজে আসলেও এসময় মেসিকে নিয়েও কথা বলেন তিনি। এল প্রাত এয়ারপোর্টে স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’কে হোর্হে মেসি বলেন, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় না। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে।’
পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে চলতি বছরের জুন মাসে। তারপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        