১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১১

টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক এখন স্টোকস

অনলাইন ডেস্ক

টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক এখন স্টোকস

মাউন্ট মঙ্গানুইয়ে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনে স্টোকস রেকর্ড গড়েছেন একটি ছক্কা হাঁকিয়ে। সেই ছক্কাই তাকে বানিয়েছে ক্রিকেটের সাদা পোশাকের ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক। এরপরও আরও একটি ছক্কা মেরেছেন তিনি। 

সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০৯ ছক্কা হাঁকিয়েছেন স্টোকস। ১০১ টেস্টে ১০৭ ছক্কা মেরে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন ম্যাককালাম। মাত্র ৯০ টেস্টেই তাকে টপকে গেলেন স্টোকস। 

আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ১০৭ ছক্কা নিয়ে ম্যাককালামের পাশেই বসেছিলেন ইংলিশ অধিনায়ক।

টেস্ট ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি খুব বেশি ব্যাটারের নেই। ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজন এই মাইলফলকের দেখা পেয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ও ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ ছক্কা হাঁকিয়েছেন এই অজি ক্রিকেটার। 

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ৭৬ ছক্কা নিয়ে স্টোকসের পরই দুই নম্বরে আছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর