নিজের স্পেলের শেষ বলে উইকেটের দেখা পান মেহেদি হাসান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফিরিয়েছেন এই স্পিনার। রাউন্ড দ্যা উইকেট থেকে করা বলটা ঢুকছিল ভেতরের দিকে, সামনে পা বাড়িয়ে খেলার চেষ্টা ব্যর্থ হয় মঈন আলীর। স্বভাববিরুদ্ধ ৩২ বলে ১৪ রান করে আউট হন তিনি।
মঈনের বিদায়ের মধ্য দিয়ে আরেক দফা চাপে পড়লো ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৬১ রান।
এর আগে শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট।বিডি প্রতিদিন/আরাফাত