১৫ মার্চ, ২০২৩ ১৪:৩৬

মরক্কো দলে ডাক পেলেন হাকিমি

অনলাইন ডেস্ক

মরক্কো দলে ডাক পেলেন হাকিমি

আশরাফ হাকিমি (ফাইল ছবি)

ফ্রান্সে যৌন নিপীড়নের অভিযুক্ত হওয়ার পরও চলতি মাসে ব্রাজিল ও পেরুর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মরক্কো দলে ডাক পেয়েছেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। গত বছর কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে খেলার পিছনে হাকিমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

ফ্রান্সে ২৪ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়েছে হাকিমির বিপক্ষে। যদিও হাকিমি এই অভিযোগ অস্বীকার করেছেন। 

মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার সঙ্গে আছি এবং এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন ধরনের সন্দেহ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অন্যায়। পুরো মরক্কো হাকিমির পক্ষে আছে। মরক্কোর সবাই তাকে সমর্থন করছে, এই অনুভূতিটা গুরুত্বপূর্ণ।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর