শিরোনাম
২৪ মার্চ, ২০২৩ ০৯:৩৭

আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবে পর্তুগিজ মহাতারকার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে লিখটেনস্টাইনের বিপক্ষে মাঠে নেমে এই অর্জনে নাম লেখান ৩৮ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার জাতীয় দলের জার্সিতে ১৯৭তম ম্যাচ এটি।

গত ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি নেমে তিনি ছুঁয়েছিলেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড। তাকে ছাড়িয়ে এবার উঠে গেলেন নতুন উচ্চতায়। আল-মুতাওয়া নেমে গেলেন দুইয়ে।

১৯৫ ম্যাচ খেলে তালিকায় তিনে আছেন মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মুবারাক (১৮৩) ও স্পেনের সের্হিও রামোস (১৮০)।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর