২ এপ্রিল, ২০২৩ ১৪:২৯

ওয়ানডে বিশ্বকাপের লোগো ৯ আবেগের ‘নভরাসা’ উন্মোচন

অনলাইন ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের লোগো ৯ আবেগের ‘নভরাসা’ উন্মোচন

ওয়ানডে বিশ্বকাপের লোগো ৯ আবেগের ‘নভরাসা’

আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আইসিসি। এ বছরের অক্টোবর-নভেম্বরে এই ওয়ানডে বিশ্বকাপের আসর ভারতে বসবে। 

এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। 

আজ থেকে ঠিক এক যুগ আগে (২ এপ্রিল ২০১১) ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের যুগপূর্তির বছরে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি। সে উপলক্ষ্যে এবারের লোগোটি সামনে এনেছে আইসিসি।

এই বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ ইতোমধ্যে জানিয়েছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে তা ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে।  বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির মোট ১২টি শহরজুড়ে। টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে। তবে কোন দল কোন শহরে খেলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর