১৮ এপ্রিল, ২০২৩ ১২:২৬

চেলসি কি রিয়ালের উৎসবে জল ঢালতে পারবে?

অনলাইন ডেস্ক

চেলসি কি রিয়ালের উৎসবে জল ঢালতে পারবে?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লন্ডনে আজ মুখোমুখি হচ্ছে চেলসি ও রিয়াল মাদ্রিদ। এই দ্বৈরথটা এক দিকে যেমন মর্যাদার, তেমনি প্রতিশোধের মিশনও।

দুই দলের আজকের ফিরতি লেগটা চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। তা সত্ত্বেও দ্বৈরথে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদই। কারণ, গত সপ্তাহের প্রথম লেগে ২-০ গোলে জিতে এগিয়ে আছে রিয়াল।

আজ ফিরতি লেগে ড্র করলে তো বটেই, এমনকি ১-০ গোলে হারলেও হাসতে হাসতে সেমিফাইনালে উঠে যাবে করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিওদের রিয়াল। এমনকি রিয়ালের সুযোগ থাকবে ২-০ গোলে হারলেও।

অন্যদিকে চেলসির জন্য সমীকরণটা কঠিন। সরাসরি সেমিফাইনালের টিকিট পেতে হলে আজ তাদের অন্তত ৩-০ গোলে জিততে হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর