জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম প্রতিবারের মতো এবারও নিজ বাড়ি বগুড়ায় পরিবারসহ ঈদ উদযাপন করেছেন।
শনিবার সকাল ৮টার দিকে শহরের মাটিডালীর ধরমপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ আদায় শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মুশফিককে পেয়ে সেলফি উৎসবে মেতে ওঠেন।সমর্থকরাও মুশির সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দঘন এ সময়টাকে আরও রঙিন করে তোলেন। এসময় মুশফিকুর রহমান টাইগারদের ইংল্যান্ড সফরের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/এমআই